ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধার নাম পেলে আইনগত ব্যবস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধার নাম পেলে আইনগত ব্যবস্থা বক্তব্য দিচ্ছেন মুক্তিযুদ্ধবিষযক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

ঝিনাইদহ: ‘সারা দেশে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা ইতো মধ্যেই প্রকাশ করা হয়েছে। এ তালিকায় কোনো অমুক্তিযোদ্ধার নাম থাকলে আর তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে তা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

’ 

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলা শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন মুক্তিযুদ্ধবিষযক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) মনিরা বেগম, পুলিশ সুপার (এসপি) আশিকুর রহমান, মুক্তিযোদ্ধসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

মোজাম্মেল হক বলেন, তালিকা প্রকাশের পর বীর মুক্তিযোদ্ধারা তাদের পরিচয়পত্র পেতে শুরু করেছে।  

উদ্বোধন শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন মুক্তিযুদ্ধবিষযক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।