ঢাকা: রাজধানীতে শাহেব আলী (৪৫) নামে এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। অভিযোগ করা হচ্ছে তার কাজ থেকে লক্ষাধিক টাকা খোয়া গেছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া শ্যালক মো. রতন জানান, পরিবার নিয়ে শাহেব আলী কেরানীগঞ্জ কলাতিয়া এলাকায় থাকেন। চকবাজারে ‘বেপারী স্টোর’ নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। সকালে মালামাল নিয়ে উত্তরা গিয়েছিলেন তিনি। সেখানে কিছু ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকাও তুলেন। পরে দুপুরে একটি বাসের স্টাফ তার মোবাইল থেকে তাদের ফোন দিয়ে জানান বাসের ভেতর অচেতন হয়ে আছেন তিনি। পরে স্টাফরা তাকে ওই বাস থেকে আজিমপুর বাসস্ট্যান্ডে রেখে চলে যান। পরে তারা সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, তার কাছে আনুমানিক এক লাখ বিশ হাজার টাকা ছিল। সেই টাকা খোয়া গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে তার স্টমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এজেডএস/আরবি