ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে এক লাখ ৮৩ হাজার টাকাসহ ৬ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
বাগেরহাটে এক লাখ ৮৩ হাজার টাকাসহ ৬ জুয়াড়ি আটক

বাগেরহাট: বাগেরহাটে এক লাখ ৮৩ হাজার টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার একটি বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

আটকরা হলেন- বাগেরহাট জেলার মোংলা উপজেলার চাপড়া গ্রামের মোকলেছ গোলদারের ছেলে অলিক গোলদার (৩২), একই উপজেলার জয়মনি এলাকার আবুবকর ফকিরের ছেলে মো. আলম ফকির (৪০), রামপাল উপজেলার বাসতলি এলাকার জালাল শেখের ছেলে ইমরান শেখ (৩০),  বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মো. আবুল কাশেম সেলিম (৫০), সোনাতলা এলাকার ইরাদ হোসেন (৫০) এবং কচুয়া উপজেলার ধোপাখালি এলাকার মৃত শেখ আলাউদ্দিনের ছেলে লিপন শেখ (৪৫), বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক লাখ ৮৩ হাজার টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।