ঢাকা: মানবপাচার চক্রের অন্যতম হোতাসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম এবং রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট জব্দ করা হয়েছে।
র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মধ্যপ্রাচ্যে মানবপাচার চক্রের অন্যতম হোতাসহ চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
পিএম/কেএআর