ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে ধর্ম প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে ধর্ম প্রতিমন্ত্রী (ফাইল ফটো)

ঢাকা: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান পঞ্চগড় জেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দিতে পঞ্চগড়ে গেছেন।  

সোমবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এতথ্য জানিয়েছেন।

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।  

নৌকা ডুবিতে শিশু ও নারীসহ ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।  

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের মন্ত্রীরা।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এমআইএইচ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।