ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
দীঘিনালায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউপিতে বাড়ির পাশে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কবাখালী ইউপির ১ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর নিহতের হওয়ার ঘটনা ঘটে।

 

নিহত এই দুই শিশুরা হলেন- মুসলিম পাড়া এলাকার মো. কামাল হোসেনের আড়াই বছরের ছেলে ফারহান হোসেন ও একই এলাকার মোহাম্মদ নুর আলমের দুই বছরের মেয়ে নুসরাত আক্তার

এ বিষয়ে কবাখালী ইউপির চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, কবাখালী ইউপির ১ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় পানিতে পড়ে দুই শিশু মৃত্যুর সংবাদ পেয়েছি।  

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রমেশ চাকমা বলেন, ‘পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুইটি হাসপাতালে পৌঁছনোর আগেই মারা যায়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেস্বর ২৬, ২০২২
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।