ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফেনী: ফেনীর রাসমনি কালি মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাইদুল ইসলাম রাজু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ছাইদুল মিরসরাইয়ের কাটাছরা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড মুরাদপুর এলাকার জুনু সওদাগর বাড়ি প্রকাশ বড় বাড়ির মুক্তার হোসেনের বড় ছেলে।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাত ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাইদুল ইসলাম রাজু বিভিন্ন ইভেন্টে ইলেক্ট্রিক কাজ করতেন। বিশেষ করে গায়ে হলুদ অনুষ্ঠানে স্টেজ ভিডিও, ভিডিও ম্যান ও বৈদ্যুতিক কাজ করতেন।  

রোববার রাতে তিনি ফেনী জেলার রাসমনি কালি মন্দিরে একটি ইভেন্টের কাজ করতে যান। তখন কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের (আরএম) আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আসিফ ইকবাল বলেন, ছাইদুলের মরদেহ হাসপাতালে আনার আগে মারা যায়।

মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।