ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে সৎ ভাইয়ের হাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
জামালপুরে সৎ ভাইয়ের হাতে যুবক খুন

জামালপুর: জামালপুরে বাড়ির পাশের কাঁঠাল গাছ বিক্রি করাকে কেন্দ্র করে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে রাফিক নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দেওয়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।



র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা জানান, দেওয়ানীপাড়া গ্রামের মৃত আজাদ শেখের ছেলে রাফিক (৪০) তিন দিন আগে ২ হাজার ৫০০ টাকায় বাড়ির পাশের একটি কাঁঠাল গাছ বিক্রি করেন।  

এ নিয়ে তার সৎ ভাই মনজিল ইসলাম কালু, সৎ মা মঞ্জুয়ারা বেগম ও বোন ময়নার সঙ্গে বিরোধ চলছিল এর জেরে আজ সকালে মা ও বোনের সহযোগিতায় মনজিল ইসলাম কালু ধারালো ছুরি দিয়ে রাফিকের বুকে ও পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রাফিকের মৃত্যু হয়।
খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মনজিল ও তার মা মঞ্জুয়ারা বেগম, বোন ময়নাকে আটক করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।