ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
কিশোরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মো. জসিম উদ্দিন (৪৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (০১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

আটক জসিম উদ্দিন লক্ষীপুর জেলার সদর উপজেলার পুনিয়ানগর ইউনিয়নের পুনিয়ানগর এলাকার ফজলুল করিমের ছেলে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোকছেদপুর এলাকায় অভিযান পরিচালনা করে জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ এক হাজার ৫০০ টাকা ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়।

আরও জানানো হয়, র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে ও জিজ্ঞাসাবাদে আটক জসিম উদ্দিন স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছেন।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, আটক জসিম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।