ঢাকা: একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃক্ষ প্রকাশ করেছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
শনিবার (১ অক্টোবর) আতিকুল ইসলাম এক শোকবার্তায় বলেন, সাংবাদিকতার জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তোয়াব খান। আজ এ নক্ষত্র সব আলো নিভিয়ে দিয়ে চলে গেলেন।
তিনি বলেন, তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। আমৃত্যু সাংবাদিকতার মতো মহান পেশায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সততা, নৈতিকতা আর বস্তুনিষ্ঠতার অপার দৃষ্টন্ত স্থাপনকারী মানুষটি যুগযুগ ধরে মানুষকে পথ দেখাবে।
এ সময় তিনি তোয়াব খানের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রসঙ্গত, আজ (শনিবার) দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮৭ বছর।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এমএমআই/জেডএ