ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে বিদ্যুৎপৃষ্টে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
খিলগাঁওয়ে বিদ্যুৎপৃষ্টে নিহত ১

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ঝিলপাড়ের একটি বাসার মালামাল সরানোর সময় বিদ্যুৎপৃষ্টে এসহাক হাওলাদার (৬০) নামে এক শ্রমিকের  মৃত্যু হয়েছে।

শনিবার (১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে থানা পুলিশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম জানান, মৃত এসহাক শ্রমিকের কাজ করতেন। আজ তিনি খিলগাঁও ঝিলপাড়ে এক পরিবারের বাসা পাল্টানোর কাজ করছিলেন। বেলা পৌনে ১২টার দিকে ওই বাসায় স্টিলের আলমারি সরানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন।  

পরে খবর পেয়ে দ্রুত তাকে ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

মৃত ব্যক্তির ভাতিজা কামরুল ইসলাম জানান, তাদের বাড়ি বরিশাল জেলার গৌড়নদী উপজেলার বিল্লগ্রামে। বর্তমানে তার চাচা খিলগাও তালতলা মার্কেটের পিছনে ভাড়া থাকতেন। সেখানে থেকে লেবারের কাজ করতেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।