ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রবীণ সাংবাদিকদের ‘অবসর ভাতা’ দেওয়ার দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
প্রবীণ সাংবাদিকদের ‘অবসর ভাতা’ দেওয়ার দাবি 

ঢাকা: দেশে সরকারি-বেসরকারি সব পেশায় অবসর ভাতা থাকলেও সাংবাদিকদের জন্য নেই কেন, এমন প্রশ্ন তুলেছেন প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী।  

তিনি বলেন, প্রবীণ সাংবাদিক সমাজ বৃদ্ধ বয়সে অর্থকষ্টে ভোগেন।

সাংবাদিকবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিভিন্ন ভাতা প্রথা চালু রেখেছেন। কিন্তু প্রবীণ ও অসুস্থ সাংবাদিকরা কেন ভাতা প্রাপ্ত হচ্ছে না।  

তিনি অস্বচ্ছল অসহায় প্রবীণ সাংবাদিকদের কল্যাণে সরকার প্রধানের সুদৃষ্টি কামনা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রবীণ সাংবাদিকদের সম্মানজনক মাসিক ভাতা দেওয়ার দাবি জানান।  

শনিবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ‘প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ’ আয়োজিত সাংবাদিক সমাবেশ তিনি এ দাবি জানান।  

সংগঠনের সাধারণ সম্পাদক সিকদার আবদুস সালাম বলেন, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা, দেশের প্রবীণ সমাজের মেধা ও শ্রমের ফলে আজকের এই বাংলাদেশ। দেশের প্রবীণ সমাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি। প্রবীণদের অধিকার আদায়ে আমরা সোচ্চার। প্রবীণ দিবসে সকল প্রবীণদের অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করছি।

বক্তারা আরও বলেন, প্রবীণদের জ্ঞান ও মননে রয়েছে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে প্রবীণ সাংবাদিকদের অনেক ভূমিকা রয়েছে। অভিজ্ঞতা রয়েছে। প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। অথচ ষাটোর্ধ্ব প্রবীণ সাংবাদিকরা অত্যন্ত অসহায়।

২০২০ সালে ‘প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ’ গঠন করা হয় উল্লেখ করে বক্তারা বলেন, প্রবীণ সাংবাদিকদের সুযোগ সুবিধা কোথায়? জাতীয় মানবাধিকার কমিশন ৫ম কমিশনের গবেষণায় প্রকাশিত ‘প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করেছেন। সিনিয়র সিটিজেন, সিনিয়র সাংবাদিক ও লেখকদের সম্মান করুন, তারা দেশের সম্মানীত ব্যক্তি। তাদের কাছ থেকে জাতি উপকৃত হবে, জাতি গঠনে মানুষের কল্যাণ সাধিত হবে।  

সমাবেশে প্রবীণ সাংবাদিক রণেশ মৈত্রের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এনবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।