ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুলপুরে গৃহবধূকে হত‍্যা, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
ফুলপুরে গৃহবধূকে হত‍্যা, স্বামী আটক প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে পারিবারিক বিরোধের জেরে  ফারজানা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে হত‍্যার অভিযোগ উঠেছে।  এ ঘটনায় স্বামী আকরাম হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।

 

শনিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যায়।  

বিকেল ৩টায় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেন।  

এর আগে গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার মারুযাকান্দী গ্রামে নিহতের স্বামীর বাড়িতে এ মারধরের ঘটনা ঘটে।  

নিহত গৃহবধূ একই উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা গ্রামের ফরিদ আহমেদের মেয়ে।  

প্রায় ৯ বছর আগে পার্শ্ববর্তী মারুযাকান্দী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আকরাম হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ফারজানার। দাম্পত্য জীবনে তাদের দু'টি ছেলে সন্তান রয়েছে।  

ওসি জানান, পারিবারিক বিরোধের জেরে মারধর করে ওই গৃহবধূকে হত‍্যা করার অভিযোগ উঠেছে। নিহতের সুরতহালেও এর প্রমাণ মিলেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।