ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলনবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় রাজু হোসেন (৫২) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।  

রোববার (২ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাজু উপজেলার বড়খাতা এলাকার ইছাহাক আলীর ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশাযোগে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হয়ে বাড়ি থেকে উপজেলা সদরে যাচ্ছিলেন রাজু। পথে মিলনবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক অটোরিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয় এবং অন্য যাত্রীরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

ঘাতক ট্রাকচালক সাইফুলকে আটক করে ট্রাকসহ পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মহাসড়কে যোগাযোগ স্বাভাবিক রয়েছে।  

হাতীবান্ধা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।