ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ৪ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ৪ 

রাজশাহী: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

রোববার (২ অক্টোবর) দুপুরে মহানগরীর টুলটুলি পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তার প্রাইভেটকার ভাঙচুর করে।

গ্রেফতাররা হলো- হিমেল (২৭), তুষার (৩৪), নাসির উদ্দিন (৪৫) ও আনোয়ার হোসেন (২৮)। এই ঘটনায় তানজিমুল হক নিজে বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ১২ থেকে ১৪ জনকে অজ্ঞাতনামা করে মামলা করেছেন।

জানা গেছে, নগরীর টুলটুলি পাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট একটি রাস্তার পাশে গড়ে তোলা হয় বায়োহার্বস নামের একটি আয়ুর্বেদিক কারখানা। প্রতিদিন ওই কারখানার ৫-৭টি গাড়ি রাস্তার ওপরে রেখে তারা মালামাল ওঠানো-নামানোর কাজ করে। এতে করে যাতায়াতের ক্ষেত্রে এলাকাবাসী ভোগান্তিতে পড়েন।

রোববার দুপুর ১২টার দিকে সাংবাদিক তানজিমুল হক সংবাদ সংগ্রহের কাজে বের হওয়ার সময় আয়ুুর্বেদিক কারখানার মূল ফটকের সামনে তাদের গাড়ি থাকায় আটকে পড়েন তিনি। এ ব্যাপারে প্রতিবাদ জানালে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা তার ওপর চড়াও হন।   এসময় মারধরের পাশাপাশি গাড়িও ভাঙচুর করে তারা।

পরে খবর পেয়ে  সাংবাদিকরা সেখানে যান এবং ঘটনার প্রতিবাদ জানিয়ে সেখানে অবস্থান নেন। পরে কাশিডাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এই হামলার ঘটনায় তানজিমুল হক মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।  

পরে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তারা প্রতিষ্ঠানের নানান অনিয়মের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ছয় মাসের জন্য সিলগালা করে দেওয়া হয়।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, পুলিশ কারখানায় অভিযান চালিয়ে চার কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এসএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।