ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘুমধুম সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
ঘুমধুম সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুম্রু সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

রোববার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

ওমর ঘুমধুম শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পের ৩ নম্বর ব্লকের মো. আইয়ুবের ছেলে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ জানান, ঘুমধুম সীমান্তের তুম্রু এলাকার ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা যুবক ওমর ফারুক ও একই ক্যাম্পের মো. আব্দু সকালে শূন্যরেখা পার হয়ে মিয়ানমারের ভেতরে যান। এসময় কাঁটাতার পার হতেই সেখানে পুঁতে রাখা একটি স্থল মাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই ওমর নিহত হন। তবে আব্দু সুস্থ এবং অক্ষত আছেন। বিকেলের দিকে আব্দু নিজেই ওমরের মরদেহ কাঁধে করে ক্যাম্পে নিয়ে আসেন। পরে তার মরদেহ শূন্যরেখায় রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, এর আগে ১৬ সেপ্টেম্বর মিয়ানমারের ছোড়া মর্টার শেলের আঘাতে মো. ইকবাল ( ১৮) নামে একই ক্যাম্পের এক রোহিঙ্গা যুবক নিহত হন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
এসবি/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।