ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে কুড়িঘাট বধ্যভূমি  স্মৃতিস্তম্ভ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
হোসেনপুরে কুড়িঘাট বধ্যভূমি 
স্মৃতিস্তম্ভ উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।   

রোববার (০২ অক্টোবর) দুপুরে কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

হোসেনপুর উপজেলায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার সাক্ষী কুড়িঘাট বধ্যভূমি।  

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হকসহ অনেকে।  

পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সালের ১৭ আগস্ট হোসেনপুর উপজেলার কুড়িঘাটে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর কতৃক গণহত্যার শিকারদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।