ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপসায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
রূপসায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১

খুলনা: খুলনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা সাতজনের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন।

রোববার ( ২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা রেলব্রিজের ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম মাহাতাব উদ্দিন। তিনি খালিশপুরের শাকিলের ছেলে।

রূপসা নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুনসুর বলেন, রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রলারে ছয়জন যাত্রী নিয়ে মাঝি হিরণ পয়েন্টে যাচ্ছিলেন। ওই ছয় যাত্রী গ্রিল শ্রমিক। তারা হিরণ পয়েন্টে জানালার গ্রিলের কাজ করতে যাচ্ছিলেন। পথে রূপসা রেলব্রিজের ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ভেঙে ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও মাহাতাব নামে এক যাত্রী নিখোঁজ হন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
এসআই 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।