ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় গভীর রাতে স্কুলে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
খুলনায় গভীর রাতে স্কুলে আগুন

খুলনা: খুলনার রূপসা ইউসেপ স্কুলে গভীর রাতে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় স্কুলটির টিনশেড ঘরের চারটি কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

রোববার (২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলটিতে রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ আগুন লাগে। প্রথমে এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর টুটপাড়া ও বয়রার ৪ ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ২ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।