সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ঢালিপাড়ায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ মো. কামাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩ অক্টোবর) সকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক কামাল হোসেন জেলার দেবহাটা উপজেলার বহেরার শওকত আলীর ছেলে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন গাজীপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৪/৪-এস থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আলীপুর ঢালিপাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির টহল দলটি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ কামাল হোসেনকে আটক করে।
আটক কামাল হোসেনকে জব্দকৃত মালামালসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
আরএ