ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাড়ির ছাদে পড়েছিল নারীর দগ্ধ মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
বাড়ির ছাদে পড়েছিল নারীর দগ্ধ মরদেহ

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় একটি বাড়ির ছাদ থেকে এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   

সোমবার ( ৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে শলুয়া ইউনিয়নের চামটা গ্রাম থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সেই মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।  

নিহত নারীর নাম নাছিমা বেগম (৫০)। তিনি ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী। তিনি মানসিক রোগী ছিলেন। এর আগে তাকে বেশ কয়েকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।  

পরিবারের দাবি, মানসিক সমস্যার কারণেই নাছিমা বেগম বাড়ির ছাদে গিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।  তবে বিভিন্ন আলামত দেখার পর  পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হতে পারেনি। তাই নাছিমার মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

জানতে চাইলে রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, রোববার (২ অক্টোবর) দিনগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। পরিবার বলছে এটি আত্মহত্যা। তবে ঘটনাটি তারা তদন্ত করছেন।  আপাতত এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তের রিপোর্টে অন্য কিছু পাওয়া গেলে পরে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চারঘাট থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময় : ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
এসএস/ইআর
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।