ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দৌলতপুর সীমান্তে লাখ টাকার অস্ত্র-গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
দৌলতপুর সীমান্তে লাখ টাকার অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে লাখ টাকার অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে এসব অস্ত্র উদ্ধারের বিষয়টি একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান ৪৭ বিজিবি, কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ।

বিজিবি জানায়, রোববার (২ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে দৌলতপুর উপজেলার বিলগাথুয়া বিওপির এলাকার সীমান্ত পিলার ১৫০ থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলগাথুয়া নদীরপাড় নামক স্থানে নায়েব সুবেদার মো. আব্দুর রহমানের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকানাহীন একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এসব অস্ত্রের আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার ৪০০ টাকা।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ দৌলতপুর থানায় জমা করা হয়েছে বলেও জানায় বিজিবি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ