ঢাকা, রবিবার, ৭ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ঘরের আড়ায় ঝুলছিল অন্তঃসত্ত্বার মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
ফরিদপুরে ঘরের আড়ায় ঝুলছিল অন্তঃসত্ত্বার মরদেহ প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ববিতা রানী (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৩ অক্টোবর) ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

এর আগে রোববার (০২ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ববিতা রানী ঘোনাপাড়া গ্রামের চণ্ডী বিশ্বাসের স্ত্রী। তাঁর বাবার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানপুর গ্রামে। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়।

জানা যায়, চণ্ডী বিশ্বাসের সঙ্গে এক বছর আগে ববিতার বিয়ে হয়। রাতে ঘরের আড়ার সঙ্গে ববিতার মরদেহ ঝুলতে দেখেন শ্বশুরবাড়ির লোকজন। পরে পুলিশে খবর দেয় পরিবার।  

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে থাকা গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়েছে। সোমবার (০৩ অক্টোবর) ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।