ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌমাছির কামড়ে ছাত্রলীগ নেতাসহ আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
মৌমাছির কামড়ে ছাত্রলীগ নেতাসহ আহত ৩ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা।

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মৌমাছির কামড়ে ছাত্রলীগ নেতাসহ তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত ভেটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভাদাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন (৩০), তার চাচা হেলাল উদ্দিন (৬৫) ও জিয়াবউদ্দিন (৬০)।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে নিজের সবজি বাগানে কাজ করছিলেন বৃদ্ধ হেলাল উদ্দিন। সবজি বাগানের পাশের কাঁঠাল গাছে ছিল মৌচাক। সেই মৌচাকে আঘাত করে একটি পাখি। পরে মৌমাছি উড়ে এসে বৃদ্ধ হেলাল উদ্দিনকে আক্রমণ করে। চিৎকার শুনে তার ভাই জিয়াবউদ্দিন এগিয়ে গেলে তাকেও আক্রমণ করে মৌমাছি। তাদের বাঁচাতে ভাতিজা মকবুল হোসেন এগিয়ে এলে তাকেও আক্রমণ করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা।

আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার বাংলানিউজকে বলেন, প্রায় দুই শতাধিক মৌমাছি কামড় দিয়েছে। ছাত্রলীগ নেতা মকবুলসহ আহতদের চিকিৎসা চলছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ