ঢাকা: রাজধানীর পল্টন এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাহিদকে (২০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইলফোন এবং ১টি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেফতার জাহিদ পল্টন মডেল থানার গুলিস্তান এলাকার জসীম উদ্দিনের ছেলে।
সোমবার (৩ অক্টোবর) বিকালে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২ অক্টোবর) দিনগত গভীর রাতে রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর পল্টন থানায় একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহিদকে পল্টন থাকায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
এসজেএ/এমএমজেড