ঢাকা: রোমানিয়ায় পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের এক সদস্যকে রাজধানীর বনানী এলাকা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক প্রতারক মিজানুর রহমান খোকন (৪২) কুমিল্লা জেলার লালমাই থানার বেলঘর গ্রামের মৃত জালাল আহমেদের ছেলে।
সোমবার (০৩ অক্টোবর) সকালে বনানীতে অভিযান চালিয়ে তাকে আটকের করা হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেন র্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি রোমানিয়ায় উচ্চ বেতন, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়াসহ রেস্টুরেন্টে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন।
র্যাব কর্মকর্তা বলেন, আটক আসামি রোমানিয়ায় পাঠানোর নামে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছেন। তিনি এই প্রতারক চক্রের মূল হোত।
আটক মিজানুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব-৩ এর সিও।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
এসজেএ/এমজেএফ