ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সম্প্রীতি বিনষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
সম্প্রীতি বিনষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, দেশের সম্প্রীতি বিনষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকির তথ্য পাওয়া যায়নি।

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদ শুভেচ্ছা বিনিমিয়কালে তিনি এসব কথা বলেন।  

র‌্যাব ডিজি খুরশীদ হোসেন বলেন, সব ধর্মের মানুষ যাতে তাদের ধর্মীয় উৎসব সুন্দর করে পালন করতে পারেন সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। নাশকতা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী রয়েছে।

তিনি বলেন, দেশের সম্প্রীতি বিনষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সহ-সভাপতি নির্মল চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।