লক্ষ্মীপুর: ভারী বর্ষণে লক্ষ্মীপুরের বিভিন্নস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে পর্যাপ্ত ড্রেনেজ এবং পানি নিষ্কাশনে ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট এবং মাঠ পানির নীচে তলিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, রোববার (২ অক্টোবর) বিকেল থেকে শুরু হয় বৃষ্টিপাত। এরপর সারারাত টানা বৃষ্টি হয়েছে। সোমবার (৩ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত হাল্কা বৃষ্টিপাত হয়েছে। আবার সন্ধ্যার আগমুহূর্ত থেকে জেলার বিভিন্নস্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
তারা জানায়, টানা বৃষ্টিপাতে নীচু এলাকাগুলোতে পানি জমে গেছে।
লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, গতরাতের বৃষ্টিতে আমার ঘরের আশপাশ তলিয়ে গেছে। চলাচলের পথে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছি।
একই ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের বাসিন্দা জান্নাতুল নাইম বাংলানিউজকে বলেন, বৃষ্টির পানিতে বাড়ির পথঘাট ডুবে গেছে। এতে চলাচলে কষ্ট হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
আরইউ