ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুই বাসের চাপায় নারী নিহত, চালক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
দুই বাসের চাপায় নারী নিহত, চালক গ্রেফতার

ঢাকা: রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় হালিমা বেগম (৫০) নামের এক নারী নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (৩ অক্টোবর) দুর্ঘটনার পর দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে গ্রেফতার চালকের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে টিকাটুলি র‌্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার সকালে গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের পাশে দুই বাসের চাপায় পথচারী হালিমা বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে হালিমা মারা যান।  

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এসজেএ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।