আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) আঞ্চলিক অধ্যায় জেসিআই রাজশাহীর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
সম্প্রতি নগরীর একটি চার তারকা হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেসিআই রাজশাহীর কমিটি ঘোষণা ও নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, ‘রাজশাহী সুখী, সমৃদ্ধশালী আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় মেধাবী তরুণ ও যুবকদের এই সংগঠন রাজশাহীর উন্নয়নে ব্যাপক কাজ করবে বলে আশা করছি। ’
জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট জেসিআই রাজশাহীর নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘রাজশাহীর তরুণ প্রজন্মের জন্য এটি একটি বড় সুযোগ। জেসিআই রাজশাহীর সদস্যদের স্কিল বিল্ডিং, লিডারশিপ ট্রেনিং এবং নেটওয়ার্কিং সংক্রান্ত যে কোনো বিষয়ে জেসিআই বাংলাদেশ পাশে থাকবে। ’
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল সেক্রেটারি জেনারেল মো. জিয়াউল হক ভুইয়া, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মো. কামরুল ইসলাম চৌধুরী, ন্যাশনাল বাংলাদেশ ডেভেলপমেন্ট কাউন্সিল চেয়ারপারসন ফাতেমা আক্তার নাজ, ন্যাশনাল কর্পোরেট পার্টনারশিপ কমিটি চেয়ার মাহিরা হাবিবসহ অনেকে।
আলোচনা সভার পর, জেসিআই বাংলাদেশের ফাতেমা আক্তার নাজ ২০২২ রাজশাহী চ্যাপ্টারের কমিটি ঘোষণা করেন।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আব্দুল্লাহ শাওন এবং সাধারণ সম্পাদক মো. তামিম হোসেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন - এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আকিবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মেহজাবিন কথা, অরিত্র আহমেদ। এছাড়া ট্রেজারার তানভির আহমেদ অভি, জেনারেল লিগাল কাউন্সেল সুমায়া রহমান কান্তি এবং ডিরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন সামিউল হক দিপ্ত, সাদ্দাম হোসেন শুভ, এএসএম ইমরুল হাসান, ইনজামাম আল হক নাদিম, অমিও খান এবং জুবায়ের হোসেন।
নবনির্বাচিত কমিটি তরুণ ও যুব সমাজের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন, লিডারশিপ ডেভেলপমেন্ট এবং রাজশাহীর উন্নয়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। কমিটি ঘোষণার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ২৫টির বেশি আঞ্চলিক অধ্যায় কাজ করছে।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এসআইএস