ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সারা দিন লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
সারা দিন লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সারাদিন লাইনে দাঁড়িয়েও ফ্যামিলি কার্ডের ভর্তুকি মূল্যের বরাদ্দ টিসিবির পণ্য না পেয়ে ফিরে যেতে হয়েছে হাজারো মানুষকে।  

ফ্যামিলি কার্ড থাকা সত্ত্বেও টিসিবির পণ্য পাননি অনেক ভোক্তা।

তাহলে কি টিসিবির পণ্য বিক্রি হচ্ছে কালোবাজারে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লাইনে দাঁড়ানো ব্যক্তিদের মনে। এসব নিম্ন আয়ের মানুষের ফ্যামিলি কার্ড থাকলেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে পাননি টিসিবির কাঙ্ক্ষিত পণ্য।  

সোমবার উপজেলার রামচন্দ্রদী স্কুল মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্যের আশায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর শূন্য হাতেই বাড়ি ফিরতে হয়েছে প্রায় ১২শ মানুষকে। উপজেলার গোপালদী পৌরসভার ৭, ৮ ও ৯ ণং ওয়ার্ডের নিম্ন আয়ের ভোক্তা সাধারণ পণ্য না পেয়ে আক্ষেপ করেন কার্ডধারীরা।

পণ্য নিতে আসা মিছির আলী জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও পণ্য না পেয়ে খালি হাতেই বাড়ি ফিরে যাচ্ছি। এ সময়ে যদি কাজে ব্যয় করতাম তাহলে, সেই টাকায় বাজার করেই ফিরতে পারতাম। দিনটাই মাটি। সকাল থেকে না খেয়ে পণ্যের আশায় লাইনে দাঁড়িয়ে ছিলাম।

এ বিষয়ে জানতে চাইলে ডিলার কাউন্সিলর আলী আজগর জানান, পৌরসভা থেকে জানানো হয়েছে। তাই কার্ডধারীদের রামচন্দ্রদী স্কুলে থাকার জন্য বলা হয়েছে। কিন্তু টিসিবির পণ্য বিতরণের জন্য কোনো গাড়ি আসেনি। এতে আমাদের কোনো দায় নেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।