ঢাকা: তৃতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, শরীরে জ্বর থাকায় সোমবার (৩ অক্টোবর) টেস্ট করালে করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই।
ডিএনসিসি মেয়র তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।
এর আগে, আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ২০২২ সালে ১ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো সপরিবারে করোনায় আক্রান্ত হন তিনি।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এমএমআই/জেডএ