ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে শিশু নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে শিশু নিহত 

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার  ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে তামদিয়া আক্তার নামে ১১ বছরের এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার ভাবী দিল ফায়াছ (১৮)।

সোমবার (৩ অক্টোবর) রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
 
ওসি জানান নিহত তামদিয়া ওই শিবিরের মো. ইয়াছিনের মেয়ে। আর দিল ফায়াছ মো. নূরের স্ত্রী। তারা দুজনই সম্পর্কে ননদ ভাবী।

ওই শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, মঙ্গলবার ভোররাতে উখিয়ার ১৮

নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫২ ব্লকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ওই বসত ঘরে হামলা করে। এ সময় শিশুসহ দুই জন আহত হয়।

খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।  যোগ করেন অধিনায়ক।

এপিবিএন অধিনায়ক আরও বলেন, দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এসবি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।