ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাড়ি ব্যবসার প্রতারক ইউপি চেয়ারম্যান, উদ্ধার ২০ মাইক্রোবাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
গাড়ি ব্যবসার প্রতারক ইউপি চেয়ারম্যান, উদ্ধার ২০ মাইক্রোবাস

ঢাকা: গাড়ি ব্যবসার অভিনব প্রতারক আটক ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেনের তথ্য অনুযায়ী ২০টি মাইক্রোবাস উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ অক্টোবর) দেশের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে আত্মসাৎ করা গাড়িগুলো জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি ব্যবসার অভিনব প্রতারক ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেনের তথ্য অনুযায়ী ২০টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এমএমআই/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।