ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে লেগুনার চাকা বিস্ফোরণে চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
হাজারীবাগে লেগুনার চাকা বিস্ফোরণে চালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধে লেগুনার চাকায় হাওয়া দেওয়ার সময় তা বিস্ফোরিত হলে সুজন মিয়া (২৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে বেড়িবাঁধ মাহাতাব পেট্রোল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় লেগুনা চালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সুজন চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে লালবাগ ডুরআঙ্গুল লেনে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

সুজনকে হাসপাতালে নিয়ে আসা লেগুনা মালিক আনোয়ার হোসেন জানান, সুজন হাজারীবাগ সিকশন থেকে নিউমার্কেটের রাস্তায় লেগুনা চালাতেন। লেগুনার চাকায় হাওয়া না থাকায় হাজারীবাগ বেড়িবাঁধে একটি দোকানে চাকায় হাওয়া দিচ্ছিলেন। এ সময় লেগুনার চাকা বিস্ফোরণ হয়ে মাথায় আঘাত লাগে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মৃত্যু হয়।  

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।