ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনা সিটি মেয়রের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
খুলনা সিটি মেয়রের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

খুলনা: খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম মোর্তুজা রশিদী দারা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগপত্র জমা দেন তিনি।

একই দিন পৃথক আরেকটি অভিযোগে তিনি ভোটকেন্দ্র বাড়ানোর বিষয়ে আপত্তি ও নয়টি ভোটকেন্দ্র বহাল রাখার দাবি জানান।

লিখিত অভিযোগে মোর্তুজা রশিদী দারা উল্লেখ করেন, ‘গত ৩ অক্টোবর খুলনা ক্লাবে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ হারুনুর রশিদের (মোটর সাইকেল) সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর (মোটর সাইকেল) পক্ষে ভোট চেয়েছেন এবং ভোটারদের কাছ থেকে ভোট বুঝে নেওয়ার হুমকি দিয়েছেন। যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথকে রুদ্ধ করেছে। ’

পৃথক আরেকটি অভিযোগে মোর্তুজা রশিদী দারা উল্লেখ করেন, ‘খুলনা জেলা পরিষদ নির্বাচনের জন্য নয়টি ওয়ার্ডে নয়টি ভোটকেন্দ্র হবে বলে আমাদের জানানো হয়েছিল। যখন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রতিমন্ত্রীর পদমর্যাদার মেয়র ভোট বুঝে নেবেন বলে হুমকি দেন, তখন আমরা দেখলাম জেলা পরিষদের নয় নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রকে ভাগ করে খুলনা সিটি করপোরেশনে একটি ও রূপসা উপজেলার ভোটারদের জন্য একটি আলাদা কেন্দ্র স্থাপন করে মোট ১০টি ভোট কেন্দ্র করা হয়েছে। সিটি করপোরেশনের ৪২টি ভোটের জন্য আলাদা কেন্দ্র স্থাপন করে ভোট বুঝে নেওয়ার একটি কৌশলগত দিক বলে আমাদের মনে হয়েছে। যে কারণে ভোটকেন্দ্র দুটি করার বিষয়ে আমরা আপত্তি জানাচ্ছি ও নয়টি কেন্দ্র রাখার দাবি করছি। ’

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।