ঢাকা: রাজধানীর মৌলভীবাজারে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে ১১ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে মৌলভীবাজারে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, স্থায়ী হাট-বাজারগুলোতে পথচারীদের চলাচলে যেন বিঘ্ন সৃষ্টি না হয় সেলক্ষ্যে মেয়রের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এমন অভিযান চলবে।
তিনি আরও বলেন, অভিযানে ফুটপাত দখল করে গড়ে তোলা ৩০টি অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও ফুটপাতের উপরে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ১১টি প্রতিষ্ঠানকে (দোকান) পৃথক মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার ৭ উপধারায় এ জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এমএমআই/এসএ