ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ অক্টোবর নাসিম ওসমান সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
১০ অক্টোবর নাসিম ওসমান সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ: আগামী ১০ অক্টোবর নারায়ণগঞ্জের সদর বন্দরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত নাসিম ওসমান সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ কথা জানায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

এতে জানানো হয়, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন করবেন।

এতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপ সচিব মোস্তাইন বিল্লাহ জানান, ইতোমধ্যে তৃতীয় শীতলক্ষ্যা সেতু বা নাসিম ওসমান সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। এটি শুধু বন্দর ও নারায়ণগঞ্জকেই নয়। পদ্মা সেতুর সাথে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগকে সংযুক্ত করবে। আমাদের মহাপরিকল্পনা রয়েছে। আমাদের বিশ্বাস অনেক সুন্দরভাবে আমরা এই উদ্বোধন অনুষ্ঠানটি করতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রহিমা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।