ঢাকা: বিদেশে পাঠানোর নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেওয়া মানবপাচারকারী প্রতারক চক্রের মূলহোতা ও তার প্রধান সহযোগীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। প্রাথমিকভাবে কারো নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।
এ দিন সন্ধ্যায় র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেওয়া মানবপাচারকারী প্রতারক চক্রের মূলহোতা ও তার প্রধান সহযোগীকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এমএমআই/এএটি