ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাছ দেখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
মাছ দেখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুরে মাছ দেখতে গিয়ে জলাশয়ের পানিতে ডুবে মিম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মিম পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মামুন আলীর মেয়ে।

পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ইউসুফ লাল জানান, মিম নিজ বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ দেখতে গিয়ে অসাবধানবসত পানিতে পড়ে যায়।  অনেক খোঁজাখুজির পরেও তাকে উদ্ধার করা যায়নি। পরে জলাশয়ের পানিতে ভেসে উঠলে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল রানা বুলবুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।