ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছার মণ্ডার স্বাদ নিলেন সুইডিশ রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
মুক্তাগাছার মণ্ডার স্বাদ নিলেন সুইডিশ রাষ্ট্রদূত

ঢাকা: ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে ময়মনসিংহ গিয়ে মুক্তাগাছার ঐতিহ্যবাহী মণ্ডা সংগ্রহ করেছেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় খাবারের স্বাদ অন্বেষণ অব্যাহত রেখেছেন বলে জানিয়েছে সুইডেন দূতাবাস।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ঢাকার সুইডিশ দূতাবাস ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে ময়মনসিংহ গিয়ে মুক্তাগাছার ঐতিহ্যবাহী মণ্ডা সংগ্রহ করেছেন। এ সময় মুক্তাগাছার মণ্ডার দুইটি প্যাকেট হাতে নিয়ে ছবিও তুলেছেন তিনি।

সুইডিশ দূতাবাস ছবি প্রকাশের পর বলেছে, ময়মনসিংহে গেলে আপনাকে সুস্বাদু মুক্তাগাছার মণ্ডের জন্য থামতে হবে। এটা একটা ক্লাসিক খাবার। সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্স সম্প্রতি ময়মনসিংহ সফরকালে জনপ্রিয় বাংলা খাবারের স্বাদ অন্বেষণ অব্যাহত রেখেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।