ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আবার বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, ৩৫ মিনিট বন্ধ ছিল যান চলাচল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
আবার বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, ৩৫ মিনিট বন্ধ ছিল যান চলাচল 

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুতে আবার দুর্ঘটনা ঘটেছে। এতে একটি লেনে ৩৫ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল।

দু’দিনের মাথায় একই ধরনের দুর্ঘটনার শিকার হয়ে বন্ধ থাকলো বঙ্গবন্ধু সেতু।  

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিনগত রাত ১২টা ৫ মিনিটে সেতুর তিন নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যানবাহন অপসারণের পর ১২টা ৪০ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন।

তিনি জানান, দুর্ঘটনায় ঢাকা থেকে নীলফামারীর ডিমলাগামী আশা-শাকিব পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতুর তিন নম্বর পিলারের কাছে গিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী ক্রেন এনে বাসটি অপসারণ করা হয়। উদ্ধারকাজের জন্য ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেন ৩৫ মিনিট বন্ধ ছিল।

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সেতুর ৩৭ নম্বর পিলারের কাছে বাস-ট্রাক সংঘর্ষে একটি লেনে দেড় ঘণ্টা এবং উভয় লেনে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।