ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গন নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
টাঙ্গন নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে ২ জনের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে মাছ ধরার সময় নৌকাডুবিতে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে উপজেলার টাঙ্গন নদীর রানীঘাটে এ দুর্ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন-দিনাজপুরের বিরল উপজেলার শাবুল গ্রামের মইনুল হোসেনের ছেলে শামীম হোসেন (২১) ও একই উপজেলার কামাত নোনা গ্রামের লুৎফর রহমানের ছেলে নাজমুল হক (৩৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বোচাগঞ্জের টাঙ্গন নদীর রানীঘাটে মাছের অভয়াশ্রমে শত শত মানুষ মাছ ধরতে নামেন। পাশের বিরল উপজলার শামীম হোসেন ও নাজমুল হকসহ কয়েকজন নৌকায় উঠে ভরি জাল দিয়ে মাছ ধরছিলেন। মাছ ধরার একপর্যায়ে সকাল ১১টার দিকে নৌকাটি উল্টে ডুবে যায়। এতে নিখোঁজ হন শামীম ও নাজমুল। ঘটনার আধা ঘণ্টা পর স্থানীয়রা নাজমুলের ও বিকেলে বোচাগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল শামীমের মরদেহ খুঁজে পায়।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।