ঢাকা: ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ তিন দিনের সফরে আগামী ১৪ অক্টোবর ঢাকায় আসছেন। প্রথম বারের মতো ঢাকা সফরে আসছেন তিনি।
ব্রুনাইয়ের সুলতান ঢাকা সফরকালে আগামী ১৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। একই দিন রাষ্ট্রপতি দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।
সুলতানের সফরকালে কর্মী নিয়োগ, জ্বালানি, বাণিজ্য, কৃষি ও মৎস্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সঙ্কট চলছে। সে কারণে ব্রুনাই থেকে জ্বালানি তেল আমদানি করতে আগ্রহী বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত ২৯ আগস্ট ব্রনাই সফর করেন। সে সময় ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন। সে সময় ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে সুলতানের সফর বিলম্বিত হয়।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
টি আর/এনএইচআর