ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে প্রায় তিন মণ ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
ফরিদপুরে প্রায় তিন মণ ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে প্রায় তিন মণ (১১৪ কেজি) ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে সেগুলো উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার এ অভিযান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান। অভিযানে মৎস্য অফিসের কর্মচারীরা তাদের সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার গাবতলা, কালীখোলা ও বাবুরচর বাজারে অভিযান চালিয়ে ১১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় ইলিশ মাছ কেনাবেঁচার দায়ে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, প্রজননক্ষম ইলিশ সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের মাঝে নির্দেশনামূলক বার্তা দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।