ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর এলাকায় অভিযান, ইলিশ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
বিমানবন্দর এলাকায় অভিযান, ইলিশ জব্দ

বরিশাল: বরিশাল বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মা ইলিশ পরিবহনের দায়ে দুইজনকে জরিমানা করেছে ‌‌‌ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের থেকে ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

শুক্রবার (৭ অক্টোবর) তাদের বিমানবন্দর এলাকা থেকে এয়ারপোর্ট থানা পুলিশ আটক করে।

উপজেলা ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, সকালে বিমানে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বরিশাল বিমানবন্দরে আসেন আলমগীর ও মানুষ নামের দুই ব্যক্তি। এসময় তাদের সঙ্গে থাকা কার্টুন থেকে ৪ কেজি ইলিশ মাছ পাওয়া যায়।  নিষিদ্ধ সময়ে ইলিশ বহনের দায়ে দুই জনকে বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানায় সোপর্দ করে বিমানবন্দর প্রশাসন।

পরে ওই দুই ব্যক্তিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ‌‌‌ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা দুই জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

এছাড়াও কার্টুন থেকে উদ্ধার করা ইলিশ স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা।

তিনি আরও জানান, এছাড়া এদিন নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।