ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
কেরানীগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের ভাংনা এলাকায় চোর সন্দেহে  অজ্ঞাত (৩৫) এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

শুক্রবার (৭ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয়রা সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তার পরিচয় জানতে চায়। এ সময় তিনি দৌড়ে পালাতে গিয়ে পাশের একটি খালে পড়ে যায়। পরে আশপাশের লোকজন মিলে সেখানেই তাকে পিটিয়ে হত্যা করে।

স্থানীয় আব্দুস সালাম নামে এক ব্যক্তি জানান, রাতের শেষভাগে অপরিচিত এক ব্যক্তি একটি বাড়িতে গিয়ে উঁকিঝুঁকি মারছিলেন। পরে বাড়ির লোকজন তার পরিচয় জানতে চাইলে তিনি দৌড় দেন। বাড়ির লোকজনের ডাক-চিৎকারে চারপাশ থেকে মানুষ এসে তাকে ঘিরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে তিনি মারা যান।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশীদ বলেন, কালিন্দী ইউনিয়নের চিতাখোলা রোডের বালির মাঠ হতে পুলিশ একটি মরদেহ উদ্ধার করেছে। মরদেহটির শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে তিনি গণপিটুনিতে মারা গেছেন।

তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।