ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জ থেকে গাঁজা-ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আটকরা হলেন- মো. খোকন (৩৪) ও মো. রাসেল ইসলাম (২৩)।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর রাজাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪৯৫ ইয়াবাসহ মাদককারবারি খোকনকে আটক করা হয়। এছাড়া শুক্রবার (৭ অক্টোবর) রাতে কেরানীগঞ্জের ছোট কুশিয়ারবাগ এলাকায় অপর এক অভিযানে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি রাসেলকে আটক করা হয়।
ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটকরা পেশাদার মাদককারবারি। তারা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জসহ পুরান ঢাকা ও আশপাশের এলাকায় গাঁজা-ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি-সরবরাহ করে আসছিলেন।
আটকদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এসজেএ/আরবি