কক্সবাজার: বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকতে ওড়ানো হয়েছে রঙ-বেরঙের ফানুস।
এছাড়াও এ আয়োজনে ছিল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশায় নৃত্য।
শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ।
উৎসব ঘিরে ছিল রাখাইন নৃত্য, নৌকার আদলে তৈরি ফানুস বাতি উত্তোলন, ধর্মীয় নাচ-গান, আলোচনা সভা ও আতশবাজি প্রজ্বলন।
শুক্রবার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উৎসবের আয়োজন করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ।
পরে সৈকতের লাবণী পয়েন্টের জেলা প্রশাসকের উন্মুক্ত মঞ্চের সামনে শতাধিক ফানুস বাতি ওড়ানো হয়। এই বর্ণিল মুহূর্ত উপভোগ করেছেন সমুদ্রসৈকতে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকরা।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন বলেন, সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এ উৎসব কক্সবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন জড়ো হয়ে আনন্দ-উৎসবে মেতেছেন।
দেখে মনে হচ্ছে এ যেন সম্প্রীতির মেলবন্ধন। এখানে রাখাইন তরুণীদের নৃত্য, গান বাজনার আয়োজন করা হয়েছে। এতে স্থানীয়রা ছাড়াও দেশি-বিদেশি পর্যটকরা আনন্দ করছেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এসবি/এএটি