বান্দরবান: জমকালো আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্টির মারমা সম্প্রদায় মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ নামে এ পূর্ণিমা উদযাপন করে আসছে।
এদিকে মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উপলক্ষে শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান রাজার মাঠে ফানুস উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পরে মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উৎসব উদযাপন কমিটির আয়োজনে রাজার মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্টানে ক্ষুদ্র নৃ-গোষ্টির বিভিন্ন সংগঠন ও শিল্পীরা বিভিন্ন ভাষায় গান ও নাচ পরিবেশন করেন।
এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, উৎসব উদযাপন কমিটির সভাপতি থেওয়াং (হ্লা এ মং)সহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিবছর মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উপলক্ষে বান্দরবানে নানা আয়োজনে মেতে ওঠে ক্ষুদ্র নৃ-গোষ্টির বাসিন্দারা আর এই উৎসবে যোগ দেয় পার্বত্যবাসীসহ দেশি-বিদেশি অসংখ্য পর্যটক।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এসএ